দৈনিক দেশ রূপান্তর পত্রিকার তিন বছর পূর্তি ও চার বছরে পদার্পন উপলক্ষে ৬ মার্চ রবিবার বিকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভি আই পি হলরুমে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.অরুনাংশু দত্ত টিটো ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামশু জ্জামান, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু, পৌর আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ। বক্তাগণ দৈনিক দেশ রূপান্তর পত্রিকা ও পত্রিকার জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের মঙ্গল কামনা করেন।