ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আয়োজন ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭মার্চ) বিকাল ৫ টার সময় ধামরাই পৌরসভার মুন্নু কমিউনিটি সেন্টারে ঐতিহাসিক ৭ই মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধামরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সাখু।
ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান,ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সূয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন,কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান,গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গাংগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের মোল্লা, ন্নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলতাব হোসেন মোল্লা, সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজা।
প্রধান অতিথির বক্তবে বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব প্রামান্য ঐতিয্য হিসাবে ইউনেস্কো ও জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। কারণ ৭মার্চের ভাষণের উপর অনুপ্রাণিত হয়ে সারা বাংলাদেশের মানুষ পাকিস্তান হানাদার বাহিনীর উপর ঝাপিয়ে পড়ে ছিলেন এদেশের মানুষ। ছিনিয়ে এনে ছিলেন স্বাধীনতা। তাই ৭ই মার্চের ভাষণ আজও বাঙ্গালিকে কাঁদায়।