ঢাকার ধামরাইয়ে হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের চার তলা বিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্ধোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(২১মার্চ) দুপুরে ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর মাঠে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের ব্যাস্তবায়নে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যায়ে নবনির্মিত স্কুল ভবনের শুভ উদ্ধোধন ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসতিয়াক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে নবনির্মিত স্কুল এন্ড কলেজ ভবনের শুভ উদ্ধোধন করেন ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সাখু।
ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজউদ্দীন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মশিউর রহমান জানু, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান, কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম গার্নেল, হার্ডিঞ্জ সরকারী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নরুল হক,এমপির একান্ত পিএস মোঃ সামছুর রহমানসহ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ শহীদুল্লাহ্ লিটন।