1. admin@dailysunrisebangla.com : admin :
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:৫৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় শহরের ২ বাসিন্দার শরীরে করোনা শনাক্ত হয়েছে

দৈনিক সানরাইজ বাংলা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৮০ বার পঠিত

করোনায় গত  ২৪ ঘণ্টায় চট্টগ্রাম শহরের ২ বাসিন্দার শরীরে করোনা শনাক্ত হয়েছে। ১৫ উপজেলায় একজন পজিটিভও পাওয়া যায়নি। সংক্রমণ হার ০.৪৬ শতাংশ। এ সময় করোনায় কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায় নি।

করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, চট্টগ্রামে করোনা পরীক্ষার জন্য অনুমোদিত ১৭ ল্যাবরেটরির মধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি,নগরীর ৯ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল ৪৩৬ জনের নমুনায় ২ জন আক্রান্ত শনাক্ত হন।

জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৬ হাজার ৬০৮ জন। এদের মধ্যে শহরের ৯২ হাজার ৭৮ ও গ্রামের ৩৪ হাজার ৫৩০ জন। গতকাল করোনায় শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত ©২০২১ দৈনিক সানরাইজ বাংলা
Theme Customized BY Shakil IT Park