টলিউডের অভিনেতা অভিষেক চট্টোপাধ্যয় চলে গেলেন না ফেরার দেশে। গতকাল বুধবার (২৩ মার্চ) রাত ১টা ১০ মিনিটে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
গত দু-তিন দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন অভিষেক। বুধবার রিয়েলিটি শো-তে অংশও নিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়েন।
অভিনয় ছিল তার প্রাণ। লাইট, ক্যামেরা, অ্যাকশন নিয়ে বাঁচতেন। শুট করতে করতেই চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়। এই অভিনেতার বয়স হয়েছিল ৫৭ বছর।
একসময়ে বাংলা সিনেমায় প্রচুর কাজ করেছেন তিনি। বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন। পরবর্তীতে বহু বিতর্কে জড়িয়ে পড়েন এবং দূরে সরে যান কাজ থেকে। মাত্র ৫৭ বছর বয়সে এই অভিনেতার মৃত্যুর খবরে টলিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। সূত্র : জিনিউজ ও আনন্দবাজার