রাশিয়ার অব্যাহত হামলায় এবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভে মৃত্যুপুরীতে পরিনত হয়েছে। এই রকেট হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এতে নগরীর গুরুত্বপূর্ণ কিছু ভবন গুঁড়িযে গেছে। স্থানীয় সময় শনিবার এ হামলা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন পোল্যান্ড সফর করছিলেন তখন এ হামলা হলো। পোল্যান্ডের রাজধানী থেকে লাভিভের দূরত্ব মাত্র ৭২ কিলোমিটার।
লাভিভের আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম কোজিস্কি হামলার সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম রকেট হামলায় তাৎক্ষণিকভাবে ৫ জন আহত হওয়ার খবর পেয়েছি। ঘণ্টাখানেক পর আরও তিনটি রকেট হামলা হয়। লাভিভের মেয়র অ্যান্ড্রি সাদোভি বলেন, এটি দ্বিতীয় দফা রকেট হামলা। এই হামলায় অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে।
মেয়র ৫ জন নিহত হওয়ার কথা স্বীকার করেন। তারা বেসামরিক কিনা সেটি নিশ্চিত করতে পারেননি মেয়র।