দেশে রীতি অনুযায়ী বছরের প্রথম দিনে বাংলা নববর্ষ উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
এবারও র্যালি করেছে সংগঠনটি। সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে র্যালিটি শুরু হয়।
র্যালি শুরুর আগে বক্তব্য রত আওয়ামী লীগ নেতারা সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানানএবং বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
র্যালিটি বিভিন্ন এলাকা ঘুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।