ঢাকার ধামরাইয়ে মাই টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার(১৫এপ্রিল)সকালে ১১টার সময় মাই টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুর রশিদ তুষারের নিজ বাসভবনে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মাই টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি ও ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষারের নিজস্ব আয়োজনে এবং আমাদের সময় পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি মোঃ বাবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল-চাল,লবন,চিনি,তৈল,সাবান। এই সময় অনুষ্ঠানে বক্তারা মাইটিভির উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্লাবন পল্লী উন্নয়ন কর্মসুচির (সিও) মোঃ হাফিজুর রহমান,সোমবাগ ইউনিয়ন আওয়ামী-লীগের সাংগঠনিক সম্পাদক ও ধামরাই বালিকাউচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসউর রহমান স্বপন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ বাবুল হোসেন,ইত্তেফাক পত্রিকার ধামরাই প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক নবীন চৌধুরী।
প্রতিদিনের সংবাদ প্রত্রিকার ধামরাই প্রতিনিধি মোঃ আব্দুর রউফ, দৈনিক খবর পত্র পত্রিকার সাংবাদিক মোঃ ওয়াসিম হোসেন, ইউপি সদস্য আব্দুর রহমান।