ঢাকার ধামরাইয়ে এমপি ও সোমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮এপ্রিল) বিকালে ধামরাই উপজেলার সোমবাগ ইউনিয়নের সোমবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল মোত্তালিব এর সভাপতিত্বে সোমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রফিক সঞ্চালনায় এবং সোমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ আওলাদ হোসেন এর উদ্ধোধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।
বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এনামুল হক আইয়ুব, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা
ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ খান লাল্টু, কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, পৌরসভার কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম গার্নেল, এমপি একান্ত পিএস মোঃ সামছুর রহমানসহ প্রমুখ।