ঢাকার ধামরাইয়ে পৌর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(২৬এপ্রিল) বিকালে ধামরাই পৌরসভার ঈদগাহ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা এর সভাপতিত্বে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ শহীদুল্লাহ্ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।
বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ এ্যাডঃ আবুল কাশেম রতন, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এনামুল হক আইয়ুব, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ খান লাল্টু, পৌরসভার কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম গার্নেল, ডি-লিংক পরিবহনের পরিচালক মোঃ সাইফুল ইসলাম রতন,এমপি একান্ত পিএস মোঃ সামছুর রহমানসহ প্রমুখ।