ঢাকার কদমতলী এলাকায় অবস্থিত ইকোপার্ককে ঘুরতে যেয়ে রাফি নামের ১৩ বছর বয়সী এক শিশু মারা গেছে।
পার্কের রোলার কোস্টার থেকে পড়ে রাফির মৃত্যু হয়েছে। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল ঈদের দিন (৩ মে) দুপুরে ঈদ আনন্দের ঘোরাঘুরি করতে রাফি তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে বের হয়েছিলো। ঘোরাঘুরি এক পর্যায়ে কদমতলীতে অবস্থিত ইকোপার্কে যায়। সেখানে রাফি রোলার কোস্টারে উঠে। রাইড চলার এক পর্যায়ে রোলার কোস্টার থেকে নিচে পড়ে যায় রাফি। এতে মাথাসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মক জখম হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) দীপঙ্কর আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।