ঢাকার ধামরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ধোধন করা হয়েছে।
শনিবার (২১মে) বিকাল ৪ টার সময় ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ধোধন করা হয়। এতে ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন থেকে ১৬টি দল বাছাই করে খেলার আয়োজন করেন। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ,
কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান, চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি, সূয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান সোহরাব, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান, কাউন্সিলর মোঃ আমিনুল হাসান গার্নেল। উক্ত খেলাটি বাছাই ও পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) সাবেক খেলোয়ার সৈয়দ আনোয়ার বাবু। পরিশেষে প্রধান অতিথি বক্তবে বলেন, মাননীয় প্রধান মন্ত্রী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলার ব্যবস্থা করেছেন। খেলাধুলায় মন ও স্বাস্থ্য দুটোই ভাল থাকে। জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের জন্য উন্নয়নের কাজ করছে। আপনারা জেনে রাখবেন দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছে দেশের উন্নয়ন কিভাবে করতে হয়। তিনি আর বলেন আপনারা যারা খেলায় আংশ গ্রহণ করবেন হেরে গেলেও কোন বিশৃঙ্খলা করবেন না। হারজিত আছেই।
আজকের খেলায় অংশ গ্রহণ করেন চৌহাট ইউনিয়ন বনাম সোমবাগ ইউনিয়ন এবং কুল্লা ইউনিয়ন বনাম সূয়াপুর ইউনিয়ন খেলা আনুষ্ঠিত।