ঠাকুরগাঁওয়ে মরা মুরগি ও মরা ছাগলের মাংস বিক্রির ঘটনার ১ মাস যেতে না যেতেই আবারো মরা গরু জবাই করে মাংস বিক্রির সময় দুজনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোববার রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও বালিয়াডাঙ্গী ইউএনও যোবায়ের হোসেন এ রায় প্রদান করেন। ৬ জুন সোমবার দুপুরে আদালতের মাধ্যমে দন্ডপ্রাপ্ত দুজন কসাইকে কারাগারে পাঠানো হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের শাহাপাড়া গ্রামের সলিম উদ্দীনের ছেলে রমজান আলী (৪৫) ও একই উপজেলার বিশ্রামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে পয়জার আলী (৩৮)।
ভ্রাম্যমান আদালতের বিচারক যোবায়ের হোসেন জানান,ঠাকুরগাঁও সদর উপজেলার মটরা হাট থেকে একটি মরা গরু জবাই করার পর বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে ইজিবাইকে নিয়ে এসে গভীর রাতে কেটে মাংস বিক্রির চেষ্টাকালে স্থানীয়রা আমাকে অবগত করে। পরে ঘটনাস্থলে পুলিশসহ গিয়ে দুজনকে আটক করলেও মোস্তফা নামে একজন পালিয়ে যায়। তিনিই ওই গরুর মালিক ছিলেন বলে জানা গেছে। আটককৃতরা নিজেদের দোষ স্বীকার করলে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।