দেশের চট্টগ্রামে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিষ্ফোরণে নিহত ৪১ জনের মধ্যে ২৬ জনের পরিচয় শনাক্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত ১৫ জনের লাশ শনাক্ত করা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার (৭ জুন) চট্টগ্রাম জেলা প্রশাসনের কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের ১৫ জন, পুলিশের ১০ জনসহ ২৩০ জন রয়েছেন। এর মধ্যে চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১০১ জন। এ ছাড়া গুরুতর আহত আরও এক জনকে গতকাল সোমবার উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, নমুনা সংগ্রহের কাজ চলছে। আজ সারাদিন এ কাজ চলবে। নিহত ব্যক্তিদের স্বজনদের কাছ থেকে নমুনা নেওয়া হচ্ছে বলে জানান।