সাটুরিয়ার জান্নায় সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বিএসসির উপর মারধরসহ হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এবং হামলাকারীদেরকে গ্রেফতার করে বিচারের দাবীতে গত ১১ জুন সকালে বিদ্যালয় গেটের সমুখে মানববন্ধন করলো নানা শ্রেণী পেশার লোকজনকে সঙ্গে নিয়ে উপজেলার শিক্ষক সমাজ।
ফুকুরহাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান ও তার পিতা সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান এবং তার চাচা আলাউদ্দিনসহ ৩ জনের বিরুদ্ধে অত্যাচারের শিকার হওয়া শিক্ষক মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন এ মানববন্ধন করে।
পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সুযোগ্য এবং সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ আফাজ উদ্দিন মাস্টার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা শিক্ষক সমিতির সুযোগ্য সভাপতি মোসাঃ ছানিহুর আকতার।
এ সময়ে উপজেলা সকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, জান্না উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আঃলীগ, যুবলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ আঃলীগের অঙ্গ সংগঠন মিলে অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে তারা মানববন্ধনে উপস্থিত ছিল।