দেশের রাজধানি ঢাকার কাছেই সাভার আশুলিয়ায় শিক্ষক হত্যার ঘটনায় পাঁচ দিন বন্ধ থাকার পর শনিবার (২ জুলাই) খুলেছে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষকেরা সবাই আসলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিলো। শিক্ষা প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় দুই-একদিন ক্লাস চলবে বলে জানা গেছে শিক্ষকদের কাছ থেকে ।
কলেজ প্রাঙ্গণে সম্প্রতি শিক্ষক উৎপল কুমারকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করে দশম শ্রেণীর ছাত্র জিতু। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জিতু র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলেন, স্কুল শাখায় ৫৩ শতাংশ শিক্ষার্থী উপস্থিত হয়েছে। সময়ের সঙ্গে উপস্থিতি আরও বাড়তে পারে।
অভিভাবকেরা জানিয়েছেন, ঘটনার আকস্মিকতায় কিছুটা শঙ্কিত তারা।অনেক অভিভাবকেরা এই বিষয় টি নিয়ে অনেকটায় চিন্তিত,তবে অনেকেই বলছে খুব তারাতারি ঠিক হয়ে যাবে।শিক্ষকেরা আশা করছে ঈদের ছুটির পর সব শিক্ষার্থী উপস্থিত থাকবে বলে জানান।