ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোরবানির বর্জ্য মাত্র ১২ ঘণ্টায় সরানোর ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, আমাদের কর্মীরা প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণ করছে। তাই কোরবানির বর্জ্য সরাতে ১২ ঘণ্টার বেশি সময় লাগবে না।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানস্থ নগরভবনে ডিএনসিসির ১৪তম সভায় তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, আমাদের পর্যাপ্ত লোকবল আছে। বর্জ্য অপসারণে যুক্ত সব কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। বেশ কিছু ওয়ার্ডে কোরবানির জায়গাও নির্ধারণ করা আছে।কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কাউন্সিলর এবং সংশ্লিষ্ট বিভাগকে কঠোর নির্দেশনা দেন তিনি।
মেয়র বলেন, পশুর হাটে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঢুকতে হবে। মাস্ক ছাড়া কেউ হাটে ঢুকতে পারবে না। ছয়টি পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ স্থাপন করা হয়েছে। ডিজিটাল পেমেন্টের সুযোগ থাকায় ব্যবসায়ী ও ক্রেতারা খুবই খুশি।তিনি আর বলেন সমস্ত অসুবিধার কথা মাথায় রেখে এমন ব্যবস্থা নেয়া হয়েছে জেনো মানুষের কোন কষ্ট না হয়।