দেশে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনেও কমলাপুর রেল স্টেশনে লম্বা লাইন দেখা গেছে।
মঙ্গলবার (৫ জুলাই) টিকিট কিনতে আসা যাত্রীরা জানিয়েছেন, অন্য দিনের তুলনায় এদিন টিকিট নিতে ‘ঝামেলা কম’ হচ্ছে।মঙ্গলবার দেয়া হচ্ছে ৯ জুলাইয়ের (শনিবার) অগ্রিম টিকিট। বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় হিজরি ১৪৪৩ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ১০ জুলাই রোববার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
এবারই প্রথম ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের জন্য গাজীপুরের জয়দেবপুর থেকে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঈদ স্পেশাল নামে এই ট্রেন পঞ্চগড় পর্যন্ত চলাচল করবে।
এবারের ঈদযাত্রায় অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে ৬টি স্টেশনে। সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঈদ স্পেশাল ট্রেনের টিকিট মিলছে ঢাকা (কমলাপুর) রেলস্টেশনে। রাজশাহী ও খুলনাগামী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হয় ঢাকা (কমলাপুর) শহরতলী প্ল্যাটফর্মে থেকে ।অগ্রিম টিকিট পেয়ে যাত্রীরা খুশি ।কথা বলতে বলতে এক জাত্রি বলেন এই টিকিটের জন্য দুই দিন ধরে অপেক্ষা করছিলাম টিকিট হাতে পেয়ে খুশি।