সুর্জ উদয়ের দেশ , জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিতে আহত হয়েছেন। দেশটির নারা শহরে এ ঘটনা ঘটেছে।
খবর বিবিসির।স্থানীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাত দিয়ে শুক্রবার (৮ জুলাই) বিবিসির খবরে জানানো হয়েছে, বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে শিনজো আবেকে গুলি করা হয়। এরপর তার রক্তপাত শুরু হয়।হামলাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছে।
জাপানে বন্দুক সহিংসতার ঘটনা খুব কম। দেশটিতে ছোট বন্দুকের (হ্যান্ডগান)ব্যবহার নিষিদ্ধ।এ ঘটনায় ৪২ বছর বয়সী সন্দেহভাজন একজনকে আটক করার পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।খবরে বলা হয়েছে, বক্তিতার প্রায় মাঝামাঝি সময়ে আবেকে পেছন থেকে গুলি করা হয়, তিনি পড়ে যান আর রক্তপাত হতে থাকে টোকিওর সাবেক গভর্নর ইয়োইচি মাসুজোয়ে এক টুইটে বলেছেন, অ্যাবে ‘কার্ডিওপ্লুমোনারি অ্যারেস্ট’ অবস্থায় আছেন।
প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, জাপানে কার্ডিওপ্লুমোনারি অ্যারেস্ট টার্মটি প্রায়ই মৃত্যুর বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করার আগে প্রাথমিক প্রতিবেদনগুলোতে ব্যবহার করা হয়।নারা জাপানের ওসাকা শহরের পাশেই পূর্বদিকে অবস্থিত।শিনজো আবে ২০০৬ থেকে ২০০৭ এবং ২০১২ থেকে ২০২০ পর্যন্ত দুই পর্বে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ভালোভাবেই।