1. admin@dailysunrisebangla.com : admin :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:০৪ পূর্বাহ্ন

না ফেরার দেশে জনপ্রিয় নায়িকা শর্মিলী আহমেদ

বুলবুল নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২১৪ বার পঠিত

দেশের ৬০দশকের তুমুল জনপ্রিয় নায়িকা শর্মিলী আহমেদ চলে গেলেন না ফেরার দেশে । তার বয়স হয়েছিল ৭৫ বছর।

আজ শুক্রবার (৮ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।গুণী এই অভিনেত্রীর প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে তার জন্ম। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি।

তার প্রথম ছবি উর্দু ভাষায় নির্মিত ‘ঠিকানা’ মুক্তি পায়নি।ষাটের দশকে নায়িকা হিসেবে জনপ্রিয়তা পান সুভাষ দত্তের ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘আবির্ভাব’ ছবিতে। কিছু উর্দু ছবিতেও অভিনয় করেছেন তিনি।

স্বামী পরিচালক রূপকারের (রকিবউদ্দিন আহমেদ) ‘পলাতক’ ছবিতেও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। স্বাধীনতার পরে ‘রূপালী সৈকতে’, ‘আগুন’, ‘দহন’, ইত্যাদি ছবিতে অভিনয় করেন।‘আগুন’ ছবিতে প্রথম তিনি বয়সী মায়ের চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া কয়েক শ টিভি নাটকে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ।টিভি অভিনয়ে দাপটের সাথে রাজত্ব ছিল তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত ©২০২১ দৈনিক সানরাইজ বাংলা
Theme Customized BY Shakil IT Park