দেশে বরেণ্য সুরকার আলম খান চলে গেলেন না ফেরার দেশে । খান ২০১১ সালে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হন। চিকিৎসার জন্য তিনি বিভিন্ন দেশে যান।
আজ ০৮ জুলাই, ২০২২ সকাল ১১:৩২ টায়, তিনি ইন্তেকাল করেন। ৭৮ বছর বয়সী এই কালজয়ী সুরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশে পপগানের পথিকৃৎ আজম খানের ভাই আলম খান। তার প্রথম শ্রোতাপ্রিয় গান স্লোগান ছবির; মোহাম্মদ খুরশিদ আলমের গাওয়া ‘তবলার তেড়ে কেটে তেড়ে কেটে তাক’ ও আবদুল জাব্বারের গাওয়া ‘কী সুখ পাও তুমি আমাকে ধুঁকে ধুঁকে পুড়িয়ে’।
এরপর আবদুল জাব্বারের গাওয়া ‘ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া’গানে সুর দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান প্রায় ৩০০ ছবিতে সংগীত পরিচালনা করা এই কিংবদন্তি।
আলম খান ১৯৭০ সালে প্রথমবারের মতো কোনো ছবিতে সংগীত পরিচালনা করেন।
জাতিয় পুরুষ্কার ঃ
আলম খানের জনপ্রিয় কিছু গান
সুপ্রভাত (১৯৭৬)