ঢাকা ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার এবং একটি পৌরসভার মেয়র কাউন্সিলরদের নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(১৯জুলাই)সকাল ১১টার সময় থেকে বিকাল ৫টা পর্যন্ত সানোড়া ইউনিয়নে মহিশাষী মোহাম্মদিয়া গার্ডেন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আলোচনা শেষে সাংস্কৃতি অনুষ্ঠান ও ফুটবল খেলার আয়োজন করা হয়। ফুটবল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। বিশিষ্ট শিক্ষা অনুরাগী এবং সমাজ সেবক মোঃ আব্দুল্লাহ আল মামুন (মাসুদ) এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।
এসময় তিনি ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার এবং পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের নিয়ে একত্রিত হয়ে ঈদ পূর্ণমিলনী কুশল বিনিময় করেন। পরে তিনি সকল চেয়ারম্যান মেম্বার ও কাউন্সিলরদের কে উদ্দেশ্যে করে বলেন বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগ কোন ধরনের অনুষ্ঠান করতে পারতো না । তারা বিভিন্ন ভাবে আওয়ামী লীগ নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতো।
অথচ আজ আমরা ১৩ বছরের বেশি সময় ক্ষমতায় আছি কোন বিএনপির নেতারা বলতে পারবে না তাদের উপর আমাদের কোন নেতা কর্মীরা হামলা বা মামলা করছে, তারা অনেক শান্তিতে আছে । এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক আইয়ুব, ধামরাই পৌর আওয়ামী-লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস এ্যাডঃ সোহানা জেসমিন মুক্তা, সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ খান লাল্টু, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা, সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন, কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান ও সকল মেম্বারগণ উপস্থিত ছিলেন।
ধন্যবাদান্তে ছিলেন আমতা ইউনিয়ন আওয়ামী-লীগের সভাপতি ও আমতা ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ চলচিত্রের অভিনেতা মোঃ আবুল হোসেন।