ঢাকার জেলার পলাশবাড়ী অভিযান চালিয়ে ১কেজি ৭গ্রাম হেরোইনসহ নির্মলা বিশ্বাস (৩৫) ও সীমান্ত বিশ্বাস (১৮)নামে দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৪ এর একটি অভিযানিক দল।
মঙ্গলবার(২৬জুলাই) বিকাল ৪টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১কেজি ৭গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়।সাভার র্যাব ৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২ কোম্পানী কমান্ডার মোঃ রাকিব মাহমুদ খান।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বাড়ী রাজশাহী জেলার চান্দিনা থানার মুশরইল গ্রামের অদিবাসি খৃস্টানপাড়া রকেট বিশ্বাস এর স্ত্রী নির্মলা বিশ্বাস ও তার ছেলে সীমান্ত বিশ্বাস । র্যাব ৪ এর সিপিসি-২ কোম্পানী কমান্ডার মোঃ রাকিব মাহমুদ খান বলেন, গতকাল মঙ্গলবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায়, নির্মলা বিশ্বাস ও তার ছেলে সীমান্ত বিশ্বাস দুইজনই মাদক ব্যবসায়ী।
গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৪টার সময় ঢাকা জেলার আশুলিয়া থানার পলাশ বাড়ী এলাকায় অভিযান চালিয়ে নির্মলা বিশ্বাস ও সীমান্ত বিশ্বাস নামে দুই মাদক ব্যাবসায়ীকে ১কেজি ৭গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়। যার মুল্য ১কোটি ৭লক্ষ টাকা। সেই সাথে তাদের কাছে থাকা মাদক বিক্রির ৯০০টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
এই বিষয়ে র্যাব-৪ এর সিপিসি-২ কোম্পানী কমান্ডার মোঃ রাকিব মাহমুদ খান বলেন. জিজ্ঞাসাবাদে জানতে পারি তাড়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
এদের দুই জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়তন্ত্র আইনে একটি মামলা দায়ে করা হয়েছে।