দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগরী ও দূরপাল্লার গণপরিবহনের বর্ধিত ভাড়া কার্যকরের প্রথম দিন রোববার (৭ আগস্ট) রাজধানীতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটি (বিআরটিএ)।
ঢাকা শহরে ১১টি ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১৫টি মামলায় ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।বিআরটিএ’র উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) (উপসচিব) মো. হেমায়েত উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৫টি মামলায় জরিমানার পাশাপাশি বনশ্রী পরিবহনের একটি গাড়িকে সিএনজি চালিত হলেও ডিজেল চালিত বলে ভাড়া নেওয়ার অপরাধে ডাম্পিং করা হয়েছে। এ ছাড়া রুট ভায়োলেশন, রুট পারমিটবিহীন, হাইড্রোলিক হর্ন, ফিটনেসবিহীনসহ অন্যান্য অপরাধের দায়ে ৯৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দুটি গাড়ি ডাম্পিং এবং দুই জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় বলেও জানান তিনি।