ঢাকার ধামরাইয়ে নান্নার ইউনিয়নের কানকাওলি গ্রামের পশ্চিম পাশের ধান ক্ষেত থেকে অজ্ঞাত নামা যুবকের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
আজ বুধবার (১৭আগষ্ট) দুপুরে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের কানকাওলি গ্রামের পশ্চিম পাশে ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশে কোন নাম ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয় সুত্রে জানাযায়, আজ দুপুরের দিকে রাস্তা দিয়ে এলাকার লোকজন যাওয়ার সময় রাস্তার পাশে ধান ক্ষেতে অজ্ঞাত নামা একটি লাশ পরে থাকতে দেখে এলাকার লোকজনকে খবর দিলে তারা এসে লাশ দেখে ৯৯৯ লাইনে ফোন করে পুলিশকে জানায়।
পরে ৯৯৯ লাইন থেকে ধামরাই থানার পুলিশকে জানায়। এর পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই বিষয়ে ধামরাই উপ-পরিদর্শক (এসআই) মোঃ রাসেল ফকির বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানা নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত লাশটির কোন নাম ঠিকানা পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।