ঢাকার ধামরাইয়ে নিজ পুকুর থেকে তোতা মিয়া(৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।মঙ্গলবার (৩০ আগষ্ট) দুপুরে পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত তোতা মিয়া উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারপুর গাছপাড়া এলাকার পাশান আলীর ছেলে। স্থানীয় সুত্রে জানাযায়, তোতা মিয়া সকালে নিজের পুকুরের চারপাশে গাছ লাগানোর জন্য পুকুর পরিষ্কার করে। বাড়ির লোকজন আত্মীয়ের বাড়িতে দাওয়াতে ছিল। বাড়িতে তোতা মিয়া একাই ছিল বলে জানায় স্থানীয়রা।
বাড়ির লোকজন এসে তোতা মিয়াকে না পেয়ে অনেক খোজাখুজি করে। পরে তোতা মিয়ার লাশ পুকুরে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কাওয়ালী পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ( এস আই) শেখ কায়কোবাদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। লাশের দুই পায়েই ক্ষত চিহ্ন রয়েছে এবং নাক দিয়ে হালকা রক্ত বের হচ্ছিল বলে জানান পুলিশের ঔই কর্মকর্তা।
তবে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।