বাংলাদেশ সরকারের স্বরাষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় ধামরাই পৌর আওয়ামী-লীগের পক্ষ থেকে ঢাকা জেলা আওয়ামী-লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদকে গণসংবর্ধনা দিয়েছেন।
আজ শুক্রবার (০২সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় ধামরাই পৌরসভার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মুন্নু কমিউনিটি সেন্টারে গণসংবর্ধনা দেওয়া হয়। গণসংবর্ধনাকালে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের ঢল নামে। উক্ত গণসংবর্ধনায় পৌর আওয়ামী-লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বরাষ্ট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও মাননীয় সংসদ সদস্য আলহা্জ্ব বেনজির আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ আবুল কাশেম রতন, ঢাকা জেলা আ্ওয়ামী-লীগের সহ-সভাপতি ও মেঘনা ব্যাংকের পরিচালক মোঃ আব্দুল আলীম খান সেলিম, ঢাকা জেলার সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শফিক আনোয়ার হোসেন গুলশান, মালেশিয়া আওয়ামী-লীগের সভাপতি মোঃ জামান হোসেন, ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম খান, ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সাখু, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজউদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা আওয়ামী-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ খান লাল্টু, ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম গার্নেলসহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।