ঢাকার ধামরাই পৌর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২সেপ্টম্বর) বিকাল ৫টায় সময় ধামরাই পৌর শহরের সিটি সেন্টার এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধামরাই উপজেলা জাতীয় যুব সমাজের সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক বকুলের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা ও ঢাকা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য খান মোহাম্মদ ইসরাফিল খোকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সাধারণ মানুষ আজও জাতীয় পার্টিকে মনেপ্রাণে ভালবাসে। তাইতো জাতীয় পার্টির সম্মেলনের বার্তা পেয়েই নেতাকর্মীরা আলোচনা সভায় ছুটে এসেছে। জনতার ঢল নেমে এসেছে আজকের এ আলোচনা সভায়। দেখে মনটা আনন্দে ভরে গেছে। দেশের সাধারণ মানুষ পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে আজও ভুলতে পারেনি। মাঠ পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা গেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাত আরও শক্তিশালী হবে। আর জাতীয় পার্টি শক্তিশালী হওয়া মানেই আগামীতে জাতীয় পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। কাজেই আমাদের নিরলসভাবে মাঠে ময়দানে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ধামরাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মালেক,সহ-সভাপতি মোঃ ফরিদ হোসেন,অধ্যক্ষ মোঃ আব্দুল হাদী,কেরানীগঞ্জ মডেল থানা জাতীয় পার্টির সভাপতি মোঃ শাকিল আহাম্মেদ শাকিল, ধামারই উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এইচএম জহিরুল ইসলাম জহির,যুগ্মসাধারণ সম্পাদক মোঃ জুবায়ের হোসেন ভুঁইয়া,জাতীয় পার্টির অন্যতম নেতা মোঃ খুরশেদ আলম চৌধুরী,শ্রম বিষয়ক সম্পাদক মোঃ জানিব হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা তরুণ পার্টির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল,ধামরাই পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব হোসেন,জাপা নেতা মোঃ শফিকুল ইসলাম শফিক প্রমুখ।