ঢাকার ধামরাইয়ে বড়াকৈইর এলাকা থেকে হাত-পা বাধাঁ মোঃ শামীম হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
রোববার(৪সেপ্টেম্বর)রাত ৮টার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড়াকৈইর এলাকার নিজের ভাড়া বাসা থেকে হাত-পা বাধাঁ লাশ উদ্ধার করা হয়। নিহত শামীম নেত্রকোনা জেলার সদর উপজেলার বর্নি গ্রামের মোঃ আব্দুল গফুর মিয়ার ছেলে। ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড়াকৈইর গ্রামের মৃত মোহাম্মদ আলীর বাড়ীতে ভাড়া থাকেন। বড়াকৈইর গ্রামে এস এস এগ্রো গরুর ফার্মে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, শামীম গরু ফার্মে কাজ করতেন। পরে সন্ধার দিকে শামীমকে ডাকলেও তার ঘর থেকে কোন সারা শদ্ধ পাওয়া যায়না। তখন তার ঘরের কাছে গিয়ে জানালার ফাঁক দিয়ে ঝুলন্ত অবস্থায় শামীমের লাশ দেখতে পেয়ে ধামরাই থানা পুলিশকে খবর দেয় এলাকার লোকজন। পরে পুলিশ গিয়ে হাত-পা বাধাঁ অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল জলিল বলেন, কুল্লা ইউনিয়নের বড়াকৈইর গ্রামের নিজ ঘর থেকে হাত-পা বাধাঁ শামীম হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তবে ধারনা করা হচ্ছে কেউ তাকে হাত-পা বেধেঁ মেরে ঘরের ভিতরে ঝুলিয়ে রেখেগেছে। মামলার প্রক্রিয়া চলছে।