আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জ জেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়োন ফরম কিনলেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আব্দুল মজিদ ফটো।
মানিকগঞ্জ বাসীর গর্ব সদা হাস্যোজ্জ্বল আওয়ামী লীগের এই পরীক্ষিত সৈনিক তুখোড় ছাত্রনেতা হিসেবে জেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ সরকারী দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের তিন তিন বারের সাবেক ভি.পি নির্বাচিত হন।
তিনি মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির দুইবারের নির্বাচিত সাবেক সভাপতি। এছাড়া তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দুইবারের সফল উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।