আগামীকাল বৃহস্পতিবার ঢাকার ধামরাইয়ে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি। তিনি সকাল ১০টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে উপজেলার কালামপুর বাজারে ৩কোটি টাকা ব্যায়ে নবনির্মিত সাব রেজিষ্ট্রার ভবন উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন।
এজন্য ধামরাইয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় ও জেলা প্রশাসন। নিরাপত্তার চাঁদরে ঢেকে দেয়া হয়েছে পুরো ধামরাই। সাবরেজিষ্ট্রার মোঃ আব্দুল মতিন বলেন,পুরাতন ভবনটি জড়াজীর্ণ হয়ে যাওয়ায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তাই ওই ভবনটি ভেঙে ফেলে সরকার নুতন ভবনটি নির্মাণ করেন।
এ ভবনটির উদ্বোধন করতেই মাননীয় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ধামরাইয়ের কালামপুর সাবরেজিস্ট্রার অফিসে আসছেন। এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আতিকুর রহমান আতিক বলেন,মাননীয় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক স্যার ধামরাইয়ের কালামপুর বাজারে সাব রেজিষ্ট্রার নবনির্মিত ভবন উদ্বোধন করতে বৃহস্পতিবার সকাল ১০টায় আসবেন।
আমরা প্রোগ্রাম পেয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি। এব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন,মাননীয় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আমাদের কাছে প্রোগ্রাম পাঠিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি উপজেলার কালামপুর সাবরেজিষ্ট্রার অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করার জন্য আসছেন।