মানিকগঞ্জে নকল, ভেজাল ঔষধ, ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ বিক্রি ও রেজিষ্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রি প্রতিরোধে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ বাসষ্ট্যান্ডস্থ মেঘনা ক্লিনিকে মানিকগঞ্জ ড্রাগিষ্ট-কেমিষ্ট এসোসিয়েশনের আয়োজনে উক্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ঔষদ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাহিন আল্ আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ রাজা মিয়া, সাধারন সম্পাদক মোঃ আতাউল্লাহ, ফারিয়া মানিকগঞ্জ এর সভাপতি মোঃ মাসুদ মিয়াসহ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের সকল উপজেলার সভাপতি, সাধারন সম্পাদকবৃন্দ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোন ক্রমেই নকল বা ভেজাল, মেয়াদ উত্তীর্ণ, ডিআর নাম্বার ছাড়া ঔষধ দোকানে রাখা যাবে না এবং এমআরপিতে ঔষধ বিক্রয় করতে হবে।
এছাড়া ফার্মাসিষ্ট ও ড্রাগ লাইসেন্স ব্যতিত কোন ঔষধের দোকান পরিচালনা করা যাবে না।