ঢাকার ধামরাইয়ে কালামপুর পশ্চিম পাশ এলাকা থেকে ৫০পিচ ইয়াবা এবং মাদক বিক্রির ৪৯০টাকা ও একটি সবুজ কালারের মোটরসাইকেলসহ মোঃ শফিকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৪ এর একটি অভিযানিক দল।
রোববার(১৮ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলা সানোড়া ইউনিয়নের কালামপুর পশ্চিম এলাকা থেকে তাকে আটক করা হয়। মোঃ শফিকুল ইসলাম ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের ঝাউবাধা গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে।
র্যাব সুত্রে জানাযায়, র্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার ঢাকা ধামরাই কালামপুর পশ্চিম পাশ এলাকায় অভিযান পরিচালনা করে ৫০পিচ ইয়াবা,১ টি মোবাইল এবং মাদক বিক্রির নগদ ৪৯০ টাকা ও একটি মোটরসাইকেলসহ মোঃ শফিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। র্এই বিষয়ে -র্যাব ৪,সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মোঃ লুৎফর র্যাব বলেন, এই মাদক কারবারি দেশের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
গোপন সংবাদের ভিত্তিত্বে কালামপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি শফিকুল ইসলামকে ৫০পিচ ইয়াবাসহ আটক করা হয়।এর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হবে।