ঢাকার ধামরাইয়ে গাংগুটিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে মোঃ সোহেল রানা এবং মোঃ জাহাঙ্গীর নামে দুই মাদক ব্যবসায়ীকে ৬৫ পুড়িয়া হিরোইনসহ আটক করেছে ধামরাই থানা পুলিশ।
আজ শুক্রবার (৯ডিসেম্বর) সকাল ১০ টার সময় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার (৮ডিসেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে চারিপাড়া হাতকোড়া এলাকা থেকে তাদের দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃত সোহেল রানা গাংগুটিয়া ইউনিয়নের চারিপাড়া হাতকোড়া গ্রামের মুত আজিজুল হকের ছেলে। জাহাঙ্গীর আলম একই ইউনিয়নের মারাপাড়া গ্রামের আজাহার মিয়ার ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি হাতকোড়া গ্রামে সোহেল রানা ও জাহাঙ্গীর আলম হিরোইন বিক্রি করতেছে। দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে হাতেনাতে ৬৫ পুড়িয়া হিরোইনসহ তাদের আটক করা হয়।
এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জব্বার বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি সোহেল ও জাহাঙ্গীর গোপনে হিরোইন বিক্রি করিতেছে। ঘটনাস্থলে পৌছিয়ে রাতেই হাতেনাতে তাদের দুইজনকে ৬৫ পুড়িয়া হিরোইনসহ আটক করে থানায় নিয়ে আসি।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।