চমক দেখিয়ে সেমিফাইনালে মরক্কো । মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শেষ আট থেকে বিদায় নিয়েছে পর্তুগাল।
এই হারে বিশ্বকাপে নিজের শেষ দেখে ফেললেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
প্রথমবারের মতো আফ্রিকার কোনো দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল মরক্কো।
নতুন এই ইতিহাস গড়ার আনন্দে ভাসছে দেশটি। শুধু দোহা কিংবা মরক্কোর রাজধানী রাবাতেই নয়, মরক্কোর উৎসবের রং ছড়িয়ে পড়েছে ব্রাসেলসে-তিউনিসেও। বেলজিয়াম ও তিউনিসিয়ার মরক্কো ভক্তরাও উৎসবে মেতেছেন।
সিআর সেভেন’র সঙ্গে বিদায় নিশ্চিত হলো ডিফেন্ডার পেপেরও। ৩৯ বছর বয়সে নিজের শেষ বিশ্বকাপটা রাঙাতে চেয়েছিলেন এই পর্তুগিজ তারকা। তবে সেটা আর হলো না।জদিও অভিজোগ রেফারির দিকে ।