জনগণের স্বাধিকার চেতনা পাকিস্তান বাহিনী ১৯৭১ সালে ধ্বংস করে দেয়ার চেষ্টা চালালে স্বাধীনতাকামী জনগণ জীবনপণ করে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নয় মাসের মধ্যে বাঙালি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।
খুব কম জাতির ইতিহাসে এরকম একটি স্বর্ণালি গৌরবোজ্জ্বল অধ্যায়ের দেখা পাওয়া যায় যেখানে এক দিকে আনন্দ-উচ্ছল উদ্বেলিত উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নিল দ্যুতি, অপর দিকে দুঃখ বেদনা, স্বজন হারানোর দুঃসহ নীল অনুভ‚তি। এ জন্য বিজয় দিবসের আবহ এলেই পরিবর্তিত হয়ে যায় গোটা জাতির মানস।
এক দিকে পাওয়ার আনন্দের উচ্ছলতা, অপর দিকে বিয়োগ-বেদনার অসহনীয় স্মৃতির ক্যানভাস ডানা মেলে জাতির মানসিকতায়। প্রাপ্তি ও হারানোর মহামিলনের দিন বিজয় দিবস। এই দিনের স্বপ্নে যারা শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, যারা এখনো আমাদের মধ্যে বেঁচে আছেন তারা ইতিহাস তৈরি করতে গিয়ে নিজেরাই একেকটি ইতিহাস হয়ে গেছেন। আজকের দিনে তাদের জানাই সশ্রদ্ধ সালাম।
এই বাংলাদেশকে সর্বতোভাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে তোলাই এখন আমাদের পবিত্র দায়িত্ব।