ঢাকার ধামরাইয়ে বাস উল্টে সিরামিক কারখানার দুই শ্রমিক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের খাগুর্তা (ঝাউবাদা) স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা গ্রামের এরশাদ আলীর স্ত্রী আকলিমা আক্তার (৪০) ও চৌহাট ইউনিয়নের দেউলী গ্রামের উজ্জ্বল মিয়ার স্ত্রী সুরিয়া বেগম (৩০)। বিষয়টি নিশ্চিত করেছন ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ সোহেল রানা।
স্থানীয় সূত্রে জানা যায়- আজ সকালে প্রতীক সিরামিকের কারখানার একটি শ্রমিকবাহী বাস সাটুরিয়া থেকে কালামপুর ডাউটিয়া যাওয়ার পথে খাগুর্তা স্ট্যান্ডের পশ্চিমে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনা স্থলে দুইজন মারা যায় গুরুতর আহত হয় জুলেখা নামে এক মহিলা। তাকে ফায়ার সার্ভিসের গাড়ীতে করে ধামরাই সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ সোহেল রানা বলেন, সাটুরিয়া থোকে প্রতিক সিরামিক এর একটি শ্রমিকবাহী বাস কালামপুর ডাউটিয়া আসার পথে খাগুর্তা নামক স্থানে পৌছালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলে প্রতিক সিরামিক কারখানার দুই শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত জুলেখা নামে একজনকে উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতালে ভর্তি করা হয়ছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। পরে নিহতদের ধামরাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই বিষয়ে ধামরাই থানার উপ- পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আশরাফুল ইসলাম বলেন, ধামরাই খাগুর্তা নামক স্থানে প্রতিক সিরামিক কারখানার দুই নারী শ্রমিক বাস উল্টে খাদে পড়ে নিহত হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এই ঘটনায় বাস চালক ও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এই বিষয়ে ধামরাই থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।