ঢাকার ধামরাইয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার(২৪ডিসেম্বর) দুপুরে ধামরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-আরিচা মহাসড়কে একটি আনন্দ র্যালি করা হয়। আলোচনা শেষে দোয়া ও কেক কাটা হয়। দৈনিক ইত্তেফাক পত্রিকার ধামরাই প্রতিনিধি মোঃ মিজানুর রহমানের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসডিআইয়ের সিইও সমাজ সেবক মোঃ সামছুল হক। ইত্তেফাকের ভক্ত পাঠক সামছুল হক বলেন, ‘‘খুব ছোট বয়সে ইত্তেফাক পড়তে শুরু করেছি আজও পড়ছি। ইত্তেফাক আমার অন্যতম শিক্ষাগুরু’’।বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অত্যন্ত সাহসী নেতা। সাহসী ছিলেন দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা প্রথিতযশা সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়া।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মানিক মিয়া এবং ইত্তেফাকের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। দেশের যে কোন উন্নয়নে দৈনিক ইত্তেফাকের ভূমিকা অপরিসীম। এই সময় আলোচনা বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপন, সাবেক সভাপতি আবু হাসান, সাংবাদিক মিজানুর রহমান, মোঃ আব্দুর রউফসহ স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ র্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।