ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় গ্রাফিক্স টেক্সটাইল এর একটি শ্রমিকবাহী বাসের সাথে দ্রতগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিকবাহী বাসের প্রায় ৩০জন গার্মেন্টস কর্মী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে। এদের মধ্যে ৬জনের অবস্থা আশংকা জনক বলে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ সোহেল রানা।
আজ মঙ্গলবার(২৭ডিসেম্বর) সকাল ৮টার দিকে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় এমন দুর্ঘটনাটি ঘটে।আহতরা গ্রাফিক্স টেক্সটাইল কারখানার শ্রমিক তারা ধামরাই উপজেলার বিভিন্ন এলাকার লোক। আহতদের মধ্যে ৬জনের অবস্থা আশংকা জনক বলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানাগেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, আজ সকালে গ্রাফিক্স টেক্সটাইল কারখানার একটি বাস বারবাড়িয়া এলাকা থেকে ছেড়ে আসলে বালিথা নামক স্থানে পৌছালে অপর দিক থেকে দ্রতগতির একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ৩০জন। তবে এদের মধ্যে গাড়ী চালকের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে প্রত্যেখ দর্শীরা।
আহতদের ডাক চিৎকার শুনে আশে পাশে লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে ধামরাই বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এবিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ সোহেল রানা বলেন, আমরা খবর পেয়ে দ্্রত ঘটনাস্থলে পৌছিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ধামরাই সরকারী হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। তবে গাড়ীর সামনের দিকে যারা ছিল তারা বেশি আহত হয়েছে।
আশংকা জনক অবস্থায় ৬জনকে ধামরাই সরকারী হাসপাতলে নিয়ে গেলে ডাক্তার তাদের ঢাকা মেডিকেলে রেফার করেন।