ঢাকার ধামরাইয়ে জুয়া খেলার আসর থেকে জুয়া খেলার সরাঞ্জামসহ ৬ জুয়ারুকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
এই সময় জুয়া খেলার স্থান থেকে জুয়া খেলার তাস ও গুটিসহ বিভিন্ন সরঞ্জাম এবং ৫ হাজার ৫শত টাকা উদ্ধার করেন পুলিশ।
গত কাল মঙ্গলবার (৩ জানুয়ারী) রাত ৯টার দিকে ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস এর নেতৃত্বে উপজেলার বাইসাকান্দা ইউনিয়নের ভোড়াইল এলাকার জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার শেওতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ লিটন ( ৩৫), ধামরাইয়ের বাইশাকান্দা এলাকার ফজল হকের ছেলে আফজাল হোসেন (৪২), ধামরাই পৌরসভা এলাকার ইদ্রিস আলীর ছেলে পিন্টু দেওয়ান (৩৮), সাভারের আশুলিয়া এলাকার সামছুলের ছেলে আব্দুল করিম (৩৮), মির্জাপুরের টুক্কু মিয়ার ছেলে মোকাদ্দস (৪২), ধামরাইয়ের শরিফবাগ গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ মোয়াজ্জেম (৪৪)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বাইশাকান্দা ইউনিয়নের ইউপি সদস্য মইন মিয়ার নেতৃত্বে গত ছয় মাস ধরে ভোরাইল এলাকায় চলছিল এই জুয়ার আসর। ভোরাইল এলাকার কবরস্থানের পেছনে এবং ধানতারা-বাঘাইর আঞ্চলিক সড়কের পাশে একটি বাশঁ বাগানে নিচে চলতো জুয়াখেলা। ওই এলাকায় প্রশাসনের কিংবা অপরিচিত কোনো লোক ও গাড়ি ঢুকলেই সঙ্গে সঙ্গে সে তথ্য পৌঁছে যেত জুয়ার আসরে। আর এ জন্য এলাকায় ৩৫থেকে ৪০ জন সোর্স মোতায়েন থাকতো। এদের মধ্যে ২০ জন দিনে এবং ২০ জন রাতে জুয়ার আসরের আশপাশে অবস্থান নিয়ে পাহারা দিত।
প্রত্যেককে প্রতিদিন ৫০০ টাকা দেওয়া হয়। গেল তিন মাস আগে জুয়ার ওই আসর থেকে রুবেল ও হারুন নামের দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল পুলিশ; কিন্তু তাঁরা জামিনে এসে আবার জুয়া খেলা শুরু করেন। এবিষয়ে ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, বাইসাকান্দা ইউনিয়নে জুয়ার আসরের ঘটনা জানা পর আমরা সেখানে অভিযান চালিয়ে ৬ জুয়ারি কে আটক করা হয়েছে এবং তাস ও জুয়ার গুটি জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামসহ ৫ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের আজ সকালে আদালতে প্রেরণ করা হবে।