মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
গতকাল ৬ জানুয়ারি সকাল ৮ ঘটিকায় রাইল্যা এলাকায় উপজেলার সকল ইউনিয়নের শীতার্থদের মাঝে কম্বল বিতরন করেন বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড আব্দুল মজিদ ফটো।
অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসাইন রাজ, বাংলাদেশ আ’লীগের বন ও পরিবেশ উপ কমিটির কেন্দ্রীয় নেতা রুবেল, মানিকগঞ্জ জেলা ছাএ লীগের সাবেক সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল, সাটুরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী আক্তার, দিঘুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সফিউল আলম জুয়েল, সাটুরিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, ধানকোড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হক, বালিয়াটী ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মী ও সকল ইউনিয়ন আওয়ামী সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এ সময় কয়েক হাজার কম্বল বিতরন করা হয়। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে শীতার্থদের মাঝে কম্বল বিলিয়ে দেওয়ার জন্য ইউনিয়ন আওয়ামী সভাপতি ও সাধারণ সম্পাদকদের নির্দেশ দেন এ্যাড আব্দুল মজিদ ফটো।