ঢাকার ধামরাইয়ে ভুট্রাক্ষেত থেকে গলায় ওড়না পেছানো অজ্ঞাত এক যুবতী মহিলার(২৮) লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
আজ সোমবার(০৯জানুয়ারী) বিকাল ৩টার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকা ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশে একটি ভুট্রা ক্ষেত থেকে অজ্ঞাত যুবতী মহিলার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সুত্রে জানা যায়, কেলিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশে একটি ভুট্রা ক্ষেতে অজ্ঞাত যুবতী মহিলার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা ধামরাই থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে লাশের কোন নাম পরিচয় জানা যায়নি।
লাশের গলায় ওড়না পেছানো এবং হাতে ও জামার মধ্যে রক্ত লেগে আছে। এবিষয়ে ধামরাই থানার (ওসি তদন্ত) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, কেলিয়া এলাকায় ভুট্রা ক্ষেতে একটি অজ্ঞাত যুবতী মহিলার লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেন। দ্রত ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের পড়নে একটি সেলুয়ার ক্যামিজ ও গলায় একটি ওড়না পেছানো ছিল। তবে ধারনা করা হচ্ছে যুবতী মহিলাকে শাসরোধ করে হত্যা করা হয়েছে।
লাশটি ময়না তদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।