ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল লতিফ এর নিজস্ব অর্থায়নে দুই হাজার অসহায় শীর্তাতদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪জানুয়ারী) বিকাল ৩টার দিকে ধামরাই উপজেলার কালামপুর স্কুল এন্ড কলেজের মাঠে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। ধামরাই উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ রবিউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সূতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, সূতিপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইউছুব আলী, ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মানছুর রহমান, ধামরাই সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবসহ প্রমুখ। এই সময় ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল লতিফ বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হুকুমে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল দিয়ে তাদের সহযোগিতা করে যাচ্ছি।
আমি দেশের উন্নয়নের পাশে থেকে ধামরাই উপজেলার প্রতিটি ইউনিয়নে অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। তাই সবায আমার জন্য দোযা করবেন আমি যেন আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে পারি।