ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের অভিযানে নান্নার ইউনিয়নে অবৈধ দুটি ইটভাটাকে ১০লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার (২৭জানুয়ারী) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনা করায় নান্নার ইউনিয়নে দুটি ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে।এসময় মাটি কাটার ভেকু (এক্সেভেটর) দিয়ে তৈরি করে রাখা কাঁচা ইট ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
ধামরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইট ভাটা দুটি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায়। প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটাগুলো হলো নান্নার ইউনিয়নের জলসিন এলাকার মেসার্স মা স্টার ব্রিকস ও মেসার্স জেজেবি (পূর্বতন নাম ফারুক ব্রিকস)। এছাড়া এস্কেভেটর দিয়ে ইটভাটা দুটির কাঁচা ইট ভেঙে দেওয়া হয়৷
এ বিষয়ে ধামরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী ধামরাইয়ের দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এসময় তারা ইটভাটার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (২০১৩) আইনে ভাটাদুটিকে ১০লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।
এই সময় অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ধামরাই থানা পুলিশ এবং ধামরাই ফায়ারসার্ভিস, পল্লী বিদুৎ ও উপজেলা বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।