আজ সোমবার ৩০ ( জানুয়ারী ) রাত ৮ ঘটিকায় ধামরাই বারবাড়ীয়া নিজস্ব ভবন হতে বাস ছেড়ে যাবে বান্দরবান ও কক্সবাজার উদ্দেশ্যে ফ্রেন্ডস কনফিডেন্স সোসাইটি ।
সোসাইটির প্রায় ৪৭ জন স্বেচ্ছাসেবক নিয়ে আগামীকাল ভোরে বান্দরবান শহরে তাদের কারজ্যক্রম শুরু করে অই দিন রাতেই কক্সবাজার চলে যাবে । ১ফেব্রয়ারি তাদের মুল কাজ আরম্ভ করবে।
উল্লেখ্য, ফ্রেন্ডস কনফিডেন্স সোসাইটি একটি শিক্ষা অনুকূল বাংলাদেশি স্বেচ্ছাসেবী সংস্থা। শীতকালীন ও ঈদে নতুন কাপড় বিতরণ, বিনামূল্যে শিক্ষা কর্মসূচি এবং চিকিৎসাসহ বেশ কিছু নিয়মিত কর্মসূচি পরিচালনা করছে।
স্বেছাসেবক একজন সানরাইজ বাংলাকে বলেন মানুষকে সচেতন করাই আমাদের মুল লক্ষ্য।
সচেতনা মুলক কাজ হিসেবে প্ল্যাকার্ড নিয়ে পদ জাত্রা,সাগড় পাড় ধুমপান মুক্ত রাখার পরিকল্পনা, যেখানে সেখানে ময়লা না ফেলা ,পরিবেশ সুন্দর রাখার উপস্থাপন।
গান কবিতা আড্ডা দিয়ে নিজেদের কে আনন্দ দিয়ে ৩ ফেব্রয়ারি তারা আবার তাদের নিজ নিজ বাসস্থানে চলে আসবে।