ঠাকুরগাঁও সদর উপজেলা শুখানপুকুরী ইউনিয়নে বাসিলা দিয়ে নদীর ধারের পাথর কুরাতে গিয়ে নদীর পাড় ধসে মাটির নিছে চাপা পড়ে আখি আক্তার (১০) নামের এক শিশু নিহত হয়েছেন।
মঙ্গলবার ২১ শে ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে বাংরোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আখি আক্তার শুখানপুকুরী ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ আরাজি গোপালপুরের আনোয়ারে মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুইবোন নদীর পাড়ে বাসিলা দিয়ে পাথর কুরাতে গিয়েছিলো এবং সেই সময় উপর থেকে মাটি ধসে পড়েছে আখির উপরে।
পরে স্থানীয় লোকজন ছুঁটে এসে মাটি সরিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক আখি কে মৃত ঘোষণা করেন।
ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।