1. admin@dailysunrisebangla.com : admin :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:২২ পূর্বাহ্ন

১৪ জন গ্রাহককে টাকা ফেরত দিয়েছে ইভ্যালি

দৈনিক সানরাইজ বাংলা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৫ বার পঠিত

ই–কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে টাকা দিয়ে পণ্যও পাননি, আবার টাকাও ফেরত পাননি—এমন গ্রাহক কতজন আছে তা জানে না সরকার অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়। এমনকি ইভ্যালিও জানে না।

তবে ইভ্যালি ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ১৪, ১৫ ও ১৬ তারিখের একটি হিসাব বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে। ইভ্যালির নামে ২৬ কোটি টাকা আটকে আছে নগদ, বিকাশ ও এসএসএল কমার্জ নামক তিন গেটওয়ে প্রতিষ্ঠানের কাছে। এ টাকা গ্রাহকের। তা থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা সরকারি ছুটির দিনে গত শনিবার ১৪ জন গ্রাহককে ফেরত দিয়েছে ইভ্যালি। বাণিজ্য মন্ত্রণালয় এতে ভূমিকা রেখেছে। মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, প্রক্রিয়াটি কেবল শুরু হয়েছে। এ দফায় টাকা দেওয়া হয়েছে এসএসএল কমার্জ থেকে। এ গেটওয়েতে আরও টাকা আছে। বাকি টাকা ধীরে ধীরে দেওয়া হবে

জানা গেছে, আটকে থাকা ২৬ কোটি টাকার মধ্যে শুধু নগদের কাছেই ১৭ কোটি ৬৯ লাখ টাকা রয়েছে। বিকাশে ৪ কোটি ৯১ লাখ ও এসএসএল কমার্জে ৩ কোটি ৪০ লাখ টাকা আটকে আছে। আরও কিছু টাকা রয়েছে সাউথইস্ট ব্যাংক ও উপায় নামক গেটওয়েতে। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেল গত ডিসেম্বরে গ্রাহকের সংখ্যা এবং পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা অর্থের পরিমাণ জানাতে বললেও ইভ্যালি পুরোপুরি তথ্য দিতে পারেনি।

এত দিন কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের দায়িত্বে ছিলেন সদ্য অবসরোত্তর ছুটিতে যাওয়া বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান। এ পদে নতুন কেউ নিয়োগ পাননি। ফলে সেলের একমাত্র ব্যক্তি হিসেবে কাজ করছেন উপসচিব মুহাম্মদ সাঈদ আলী।

হাইকোর্টের আদেশে গত ২৮ অক্টোবর ইভ্যালি নতুনভাবে কার্যক্রম চালু করে। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের স্ত্রী শামীমা নাসরিনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নতুন পর্ষদ এখন প্রতিষ্ঠানটি চালাচ্ছে। পর্ষদে শামীমা নাসরিনের আত্মীয়স্বজনই বেশি

২০২১ সালের ১৫ সেপ্টেম্বর ইভ্যালির এক গ্রাহক জালিয়াতি ও আত্মসাতের অভিযোগ এনে মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করলে পরদিন রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শামীমা নাসরিন জামিনে বের হলেও মোহাম্মদ রাসেল এখনো কারাগারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত ©২০২১ দৈনিক সানরাইজ বাংলা
Theme Customized BY Shakil IT Park