1. admin@dailysunrisebangla.com : admin :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:০৮ পূর্বাহ্ন

জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৫৬ বার পঠিত

ভোটার হব নিয়ম মেনে ভোট দেব যোগ্যজনে এই প্রতিপাদ্যকে সামনে ঢাকার ধামরাই উপজেলা প্রসাশনের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দিবসটি উপলক্ষে সকাল ১১ টার দিকে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে ভোটার দিবস উদযাপন কার্যক্রমের সূচনা করা হয়। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার(অ:দ:) ফারজানা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা,ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:আতিক রহমান, ঢাকা জেলা পরিষদের সদস্য সানাউল হক সুজনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই সময় ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার ভোটার তালিকা হালনাগাদের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করেন। পরে তিনি বলেন, ভয়ভীতিহীন নির্বাচন ও নির্বিঘ্ন পরিবেশ করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ তৎপর।

বর্তমান ইসির অধীনে পাঁচ শতাধিক নির্বাচন হয়েছে; যার সিংহভাগই ইভিএমে এর মাধ্যমে ভোট হয় । এসব ভোটে নির্ভরযোগ্য কোনো অভিযোগ আসেনি এবং সংক্ষুব্ধ কেউ আদালতেও দ্বারস্থ হননি। ভোটাধিকার মুখের কথা নয়, এটাকে অর্থবহ করতে আমাদের সব ধরনের উদ্যোগ, সর্বোচ্চ সদিচ্ছা থাকবে। আমরা চাই দ্বাদশ সংসদ নির্বাচনসহ সব নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত ©২০২১ দৈনিক সানরাইজ বাংলা
Theme Customized BY Shakil IT Park