ঢাকার ধামরাইয়ে পুর্ব শক্রতার জের ধরে রাতের আধাঁরে একটি জমির পেঁপে ও কাঠ গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এমন ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার সোমবাগ ইউনিয়নের দেপাসাই গ্রামে। এই ঘটনায় জমির মালিক মোঃ মোঃ আব্দুর রহিম বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা হলেন, মোঃ আব্দুস সবুর পিতার নাম মৃত মোন্তাজ, কামরুল ইসলাম, আঃ বারেক, ইসমাইল হোসেন, আলী আযম, তারা সবায় দেপাসাই গ্রামেের বাসিন্দা বলে অভিযোগ সুত্রে জানা যায়।
ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানা যায়, আমাদের ১২ শতাংশ জমি বিবাদীরা বর্গা চাষ করে আসছে। বেশ কিছু দিন বর্গা জমির আংশ দিয়ে আসছে। আব্দুস সবুর সেই জমি নিজের দাবি করিয়া রাতের আধারে জমিতে থাকা পেঁপে গাছ ও কাঠ গাছ কেটে দখল নেওয়ার চেষ্টা করে। এই বিষয়ে জমির মালিক আব্দুর রহিম বলেন, আমার বাবার ওয়রিশ সুত্রে পাওয়া জমি ভোগদখল করে আছি। সেই জমি বিবাদীরা বর্গা চাষ করে তাদের নিজেদর দাবি করে রাতের আধারে পেঁপে গাছ, কাঠ গাছ কেটে সাবাড় করে ফেলে। আমি বাঁধা দিতে গেলে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। আমি আইনের কাছে এর সঠিক বিচার দাবি করি।
এই বিষয়ে ধামরাই থানার উপ- পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ শফিউল্লাহ সিকদার বলেন, গাছ কাটার একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে এর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।