ঢাকার ধামরাইয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবস এবং আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা জেলা আওয়ামী-লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ঢাকা-২০ ধামরাই আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।
ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা ,উপজেলা অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত নির্বাহী অফিসার ফারজানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, ধামরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আতিকুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ,ছাত্রলীগসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এছাড়াও দিবসটির কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত মৃত্যুঞ্জয়ী মুজিব মুরাল প্রাঙ্গনে ৭মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানো হয়।